বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে জাপানিদের ধন্যবাদ দিলেন শাহরুখ

  |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   145 বার পঠিত

যে কারণে জাপানিদের ধন্যবাদ দিলেন শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত জওয়ান ২০২৩ সালে মুক্তি পেয়ে ভারতের বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করেছিল। ছবিটি চলতি বছরের ২৯ নভেম্বর জাপানে মুক্তি পায়। সেখানে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি।

জাপানি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আপ্লুত পর্দার জওয়ান। তিনি সেই ভালোবাসা স্বীকার করে ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের। সেইসঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

ডিসেম্বর ১ তারিখে শাহ রুখ খান তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন। সেখানে তিনি জাপানে ‌‘জওয়ান’ ছবির প্রতি ভালোবাসা নিয়ে লেখেন, ‘জাপান থেকে #জওয়ান-এর জন্য যে ভালোবাসা আসছে তা দেখে আমি মুগ্ধ। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনার সুন্দর দেশে ছবিটি উপভোগ করবেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা এটি ভারত থেকে সারাবিশ্বের জন্য তৈরি করেছি। খুব খুশি হয়েছি একারণে যে ছবিটি নানা ভাষার মানুষ উপভোগ করছেন। আমার ভালোবাসা নিন এবং যারা জাপানে এটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

আটলি পরিচালিত এবং গৌরি খান ও গৌরব ভার্মা প্রযোজিত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার সঙ্গে ছবিতে জুটি বেঁধে প্রশংসিত হয়েছেন নায়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার, রিধি দোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, গিরিজা ওক, লেহার খান এবং আরও অনেকে। সঞ্জয় দত্ত অতিথি চরিত্রে অল্প উপস্থিতি দিয়ে বাজিমাত করেছেন।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]