
| রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
আগামী বছর অক্টোবরে ফিরছে দৃশ্যম ৩
দীর্ঘ অপেক্ষার পর আবার বলিউডের পর্দায় ফিরছে অন্যতম জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘দৃশ্যম’। সিনেমাটির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। দিনটি ‘গান্ধীজয়ন্তী’ হিসেবে পরিচিত, যা সিরিজের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তারিখটি দৃশ্যম ভক্তদের জন্য একটি প্রতীকী তারিখ, যা আগের দুই কিস্তিতে উল্লেখযোগ্যভাবে ব্যবহার হয়েছে।
চলচ্চিত্রটির শুটিং শুরু হবে এ বছরের আগস্টে। এর আগে অজয় দেবগন ব্যস্ত থাকবেন ‘দে দে পেয়ার দে ২’, ‘ধামাল ৪’ ও ‘রেঞ্জার’ ছবির কাজে। এর মধ্যেও দৃশ্যম ৩-কে তিনি দিয়েছেন অগ্রাধিকার। সূত্র বলছে, পরিচালক ও লেখক দল চিত্রনাট্য শোনানোর পরই তিনি কাজ করতে রাজি হন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম দৃশ্যম ছবিটি ছিল মালয়ালম হিট সিনেমার হিন্দি রিমেক। এরপর ২০২২ সালে আসে এর দ্বিতীয় কিস্তি। দুই ছবিই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। ছবির রহস্যঘেরা গল্প ও সাধারণ পরিবারের টানটান উত্তেজনার লড়াই দর্শকের মনে জায়গা করে নেয়। দৃশ্যম ৩-এর ঘোষণা আসতেই অনলাইনে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকেই বলছেন, বিজয়ের গল্প এখানেই শেষ নয়। বরং এবার গল্প আরো বেশি গভীর ও জটিল হতে চলেছে।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam