
| বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 25 বার পঠিত
ট্রাস্ট লাইফে দ্বিতীয় মেয়াদে সিইও’র অনুমোদন পেলেন গিয়াস উদ্দিন
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ( সিইও) পদে মো. গিয়াস উদ্দিনের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।এর আগে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন গিয়াস উদ্দিন।এ ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বীমা কোম্পানিটিতে কর্মরত আছেন।চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গিয়াস উদ্দিন।শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অর্জন করেন।দীর্ঘ ২৫ বছর ধরে বীমা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন গিয়াস উদ্দিন।
Posted ৫:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam