
| বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | প্রিন্ট | 40 বার পঠিত
গল টেস্টে শেষ বিকালে পথ হারাল বাংলাদেশ
গল টেস্টে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস তিনজন মিলেই করলেন ৪০১ রান! তাতে তো দলের সংগ্রহ অবলীলায় ছয়শ ছাড়িয়ে যাওয়ারই কথা। কিন্তু দ্বিতীয় দিন শেষ বিকালে পথ হারিয়ে দলের সংগ্রহ তো পাঁচশর আগেই আটকে যেতে বসেছে।
দুই ঘণ্টার বৃষ্টিবিরতির পর খেলা শুরু হলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। বৃষ্টির পর ২০.৪ ওভারের খেলায় নিরঙ্কুশ কর্তৃত্ব করে স্বাগতিকরা। দিনের শেষ ১১ ওভারে মাত্র ২৬ রানের মধ্যে তারা বাংলাদেশের ৫টি উইকেট তুলে নিতে সমর্থ হয়। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯।
সেট ব্যাটার মুশফিক ও লিটন বিদায় নেয়ার পর টেলএন্ড লণ্ডভণ্ড করেন দীর্ঘদেহী পেস বোলার মিলান রত্নায়েকে। তিনি টানা তিন ওভারে সাজঘরে ফেরান জাকের আলী, তাইজুল ইসলাম ও নাঈম হাসানকে।
এর আগে সকালে ১৩৬ রান নিয়ে ব্যাটিং শুরু করা শান্ত নামের পাশে আর ১২ রান যোগ করে পেসার আসিথা ফার্নান্দোর বলে মিড-অফে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ক্যাচ দেন। এর মধ্য দিয়ে মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি ভেঙে যায়। পরে মুশফিকের সঙ্গে যুক্ত হওয়া লিটন দাস দারুণ সূচনা করেন। দুজন মিলে ২৬৫ বল মোকাবেলায় বোর্ডে ১৪৯ রান যোগ করেন। চতুর্থ ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মুশফিক আউট হয়ে যান ১৬৩ রানে। ৩৫০ বলের ইনিংসে বাউন্ডারি মারেন মাত্র ৯টি। আসিথার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুশি।
বোর্ডে আর কোনো রান ওঠার আগেই লিটনেরও বিদায় ঘটে। পঞ্চম সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তিনি ৯০ রানে আউট হয়ে যান থারিন্দু রত্নায়েকের ঘূর্ণির শিকার হয়ে। ১২৩ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯০ রানের রাজসিক ইনিংস খেলেন তিনি। এরপর টানা তিন ওভারে বাংলাদেশের তিন উইকেট শিকার করে লংকানদের ম্যাচে রাখেন মিলান রত্নায়েকে।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam