
| বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
শ্রীলংকায় এবারো সিরিজ জেতা হলো না
তানভীর ইসলামের পাঁচ উইকেটে ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে আশা জাগায় বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচটি জিতলে দ্বীপদেশে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের গৌরবে ভাসত বাংলাদেশ দল। যদিও স্বপ্নপূরণের এ ম্যাচে শোচনীয়ভাবে হেরে বসেছে অতিথিরা। গতকাল পাল্লেকেলেতে লংকানদের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সিংহলিজরা ২-১-এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। শ্রীলংকায় সাতটি ওয়ানডে সিরিজ খেলে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ, বাকি দুটি সিরিজ ড্র হয়।
মেহেদী হাসান মিরাজ ৪৮ রানে দুটি ও তাসকিন আহমেদ ৫১ রানে দুটি উইকেট নেন।
১০ জুলাই এ মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৫০ ওভারে ২৮৫/৭ (কুশল ১২৪, আসালঙ্কা ৫৮, নিশাঙ্কা ৩৫; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)। বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬/১০ (তাওহীদ ৫১, মিরাজ ২৮, জাকের ২৭; আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)। ফল: শ্রীলংকা ৯৯ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজ: কুশল মেন্ডিস (শ্রীলংকা)।
Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam