বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শ্রীলংকায় এবারো সিরিজ জেতা হলো না

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

শ্রীলংকায় এবারো সিরিজ জেতা হলো না

শ্রীলংকায় এবারো সিরিজ জেতা হলো না

তানভীর ইসলামের পাঁচ উইকেটে ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে আশা জাগায় বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচটি জিতলে দ্বীপদেশে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের গৌরবে ভাসত বাংলাদেশ দল। যদিও স্বপ্নপূরণের এ ম্যাচে শোচনীয়ভাবে হেরে বসেছে অতিথিরা। গতকাল পাল্লেকেলেতে লংকানদের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সিংহলিজরা ২-১-এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। শ্রীলংকায় সাতটি ওয়ানডে সিরিজ খেলে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ, বাকি দুটি সিরিজ ড্র হয়।

ব্যাটিং-সহায়ক উইকেটে ২৮৬ রান তাড়া করতে নেমে বাজে ব্যাটিং প্রদর্শনীতে ৩৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। লংকান দুই পেসার আসিথা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা শুরু থেকেই আগুন ঝরিয়েছেন, আবার শেষ দিকে ফিরেও উইকেট শিকার করেছেন। তারা দুজন ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বড় ক্ষতিটা করেন।
এর আগে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে লংকানরা ২৮৫ রানের পুঁজি গড়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহীদ হৃদয়। ৭৮ বলে ইনিংসে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৮ ও জাকের আলী ২৭ রান করেন।

মেহেদী হাসান মিরাজ ৪৮ রানে দুটি ও তাসকিন আহমেদ ৫১ রানে দুটি উইকেট নেন।

১০ জুলাই এ মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৫০ ওভারে ২৮৫/৭ (কুশল ১২৪, আসালঙ্কা ৫৮, নিশাঙ্কা ৩৫; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)। বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬/১০ (তাওহীদ ৫১, মিরাজ ২৮, জাকের ২৭; আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)। ফল: শ্রীলংকা ৯৯ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজ: কুশল মেন্ডিস (শ্রীলংকা)।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]