বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ আজ

  |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ আজ

বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ আজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার দারুণ সুযোগের সামনে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি জিতে নিলেই ২-০তে সিরিজ নিশ্চিত করে ফেলবে লিটন দাসের দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বারের মোকাবেলায় পাকিস্তান ১৯টি জয় নিয়ে এগিয়ে রয়েছে, বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক ম্যাচের সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিকরা। আগে তিন ম্যাচের তিনটি সিরিজ খেললেও কখনো জেতা হয়নি টাইগারদের। এবার দারুণ সুযোগ তৈরি করেছে লিটন ও তার সতীর্থরা।

সিরিজ জয়ের টানা দুটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ জিতলে ২-০তে এগিয়ে যাবে স্বাগতিকরা। হারলে বৃহস্পতিবার আরেকটি সুযোগ পাবে লাল-সবুজরা।গত মে মাসে পাকিস্তান সফরে গিয়ে ৩-০তে হোয়াইটওয়াশ হয়ে এসেছে লিটন দাসের দল। এবার সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ।

গতকাল দুই দলেরই কোনো অনুশীলন ছিল না। প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দেয়, সোমবার দুই দলই বিশ্রামে থাকবে।

রোববার প্রথম ম্যাচে ব্যাট-বলে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নামা অতিথিদের ১১০ রানে অলআউট করার পর ২৭ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]