
| রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
‘অভিনয় আমার পেশা নয়, এটা দায়িত্ব’
বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের পরিশ্রমের ফলস্বরূপ অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য এ সম্মাননা দেয়া হয়।
পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। যারা আমাকে এ সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের প্রতি আমার অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
অসুস্থ থাকা সত্ত্বেও ভক্তদের উদ্দেশে তিনি জানান, ‘আমি তোমাদের সঙ্গে আমার ভালোবাসা ভাগাভাগি করতে চাই, কিন্তু এখন কিছুটা অসুস্থ। তবে চিন্তা করো না, পপকর্ন প্রস্তুত রেখো। শিগগির আমি তোমাদের সামনে হাজির হব।’
বিশেষ এ পুরস্কার তিনি উৎসর্গ করেছেন তার অসংখ্য ভক্তদের প্রতি, যাদের ভালোবাসা ও উৎসাহ ছাড়া এ অর্জন অসম্ভব ছিল।
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেন, ‘জওয়ান ছবির পরিচালক, টিম ও আমার ব্যক্তিগত দলের সদস্যদের প্রতি আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন ও আমাকে সমর্থন দিয়েছেন।’
পারিবারিক ভালোবাসা নিয়েও তিনি বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তাদের ভালোবাসা ও যত্নের কারণে আমি আজ এ জায়গায় পৌঁছেছি।’
তিনি আরো বলেন, ‘এ জাতীয় পুরস্কার শুধু একটি সম্মান নয়, এটি আমাকে নতুন উদ্যমে আরো কঠোর পরিশ্রম করার প্রেরণা দিচ্ছে। অভিনয় আমার পেশা নয়, এটা আমার দায়িত্ব ও আমি প্রতিশ্রুতিবদ্ধ এ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য।’
সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিংয়ের সময় পুরনো চোটের জন্য ডান কাঁধে সমস্যার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ও বিশ্রামে আছেন শাহরুখ।
১৯৮৯ সালে ছোট পর্দার ‘ফৌজি’ ধারাবাহিক থেকে ক্যারিয়ারের শুরু, এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মাই নেম ইজ খান’, ‘পাঠান’সহ অনেক সিনেমায় তার অভিনয় দর্শকের হৃদয় স্পর্শ করেছে।
সমালোচকরা বলেন, শাহরুখ খানের অভিনয়ে থাকে গভীর আবেগ, বুদ্ধিমত্তা ও নিজস্ব ক্যারিশমা। ৩৩ বছরের দীর্ঘ পথচলার পর জাতীয় স্বীকৃতি পাওয়ায় এটি তার প্রতি এক বিশাল সম্মাননা।
Posted ৫:০০ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam