বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহকের আমানত সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   28 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহকের আমানত সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহকের আমানত সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কিছু অসংগতির চিত্র উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও অডিট ফার্মের নিরীক্ষা প্রতিবেদনে। এর পরিপ্রেক্ষিতে ১ হাজার ৪১৪ জন কর্মকর্তাকে মূল্যায়ন পরীক্ষার আওতায় আনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে পরিচালিত এ পরীক্ষায় উত্তীর্ণ ৮৬৪ জন কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখা হয়। তবে ন্যূনতম নম্বর অর্জনে ব্যর্থ অবশিষ্ট ৫৪৭ জনকে ব্যাংকের চাকরিবিধি ও শ্রম আইনের আলোকে সম্মানজনক ও মানবিক প্রক্রিয়ায় অব্যাহতি দেয়া হয়। এছাড়া তিনজন কর্মকর্তা পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পরপরই চাকরি থেকে ইস্তফা দেন।

তবে চাকরিচ্যুত কর্মকর্তারা গত ২৮ জুলাই থেকে আকস্মিকভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন শুরু করেন। এতে দিনের পর দিন ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়। ব্যাংক কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নিলেও আন্দোলনের নামে বিশৃঙ্খলা চালিয়ে যান চাকরিচ্যুতরা।

পরবর্তী সময়ে ৮ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একইভাবে প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার অবরুদ্ধ করে রাখেন। গ্রাহকসেবা সচল রাখতে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা বাধ্য হয়ে পার্শ্ববর্তী সুরমা টাওয়ারে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিকালের দিকে চাকরিচ্যুতদের একটি দল হঠাৎ করেই ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এইচআর হেডসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ পদক্ষেপ ব্যাংকের স্থায়িত্ব, শৃঙ্খলা, গ্রাহকসেবা ও সুনাম রক্ষায় অপরিহার্য, যা কোনো চাপ, ভয়ভীতি বা অবৈধ প্রভাব দ্বারা বন্ধ করা যাবে না। পাশাপাশি গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়েছে, তাদের আমানত নিরাপদ রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]