
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 31 বার পঠিত
ব্যাংক এশিয়ার উদ্যোগে রংপুরে এসএমই উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা
ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে রংপুর জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংক এশিয়ার ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাহবুবুল হক। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক মো. সাগর সরকার ও মো. মেহেদী হাসান সোহাগ, ব্যাংক এশিয়ার এফভিপি ও এজেন্ট ব্যাংকিং (ব্যক্তিক ও প্রতিষ্ঠান) প্রধান মাহবুবুল হাসান এবং এফভিপি ও অ্যাসেট অপারেশনস প্রধান আহমেদ নূরে হাবিবাসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam