
| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 96 বার পঠিত
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন সিমরন হেটমায়ার ও ওশানে থমাস। দুই বছর পরে হেটমায়ার ও সাড়ে তিন বছর পরে ওয়ানডে দলে ফেরানো হয়েছে থমাসকে।
তবে ভারতের বিপক্ষে সিরিজে দলে নেই অধিনায়ক নিকোলাস পুরান ও অভিজ্ঞ পেসার জেসন হোল্ডার। উইন্ডিজ বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তারা দলে থাকার জন্য ফ্রি নন।
এছাড়া পেসার জাইডেন সিলস, লেগ স্পিনার ইয়ানিক কারিয়া ও বাঁ-হাতি স্পিনার গুডাকেশ মতি ফিরেছেন দলে। তবে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন কেমো পল।
ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হাইনেস বলেছেন, ‘আমরা দলে ওশানে ও হেটমায়ারকে স্বাগত জানাচ্ছি। তারা আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সফলও হয়েছেন। আমরা বিশ্বাস করি, দলে তারা দারুণ কার্যকর হবে।’
দলে সিমরন-ওশানের ভূমিকা নিয়ে হাইনেস বলেছেন, ‘ওশানের বলে গতি আছে, নতুন বলে উইকেট নিতে পারে। সিমরনের ব্যাটিং স্টাইল মিডল অর্ডারে বিশেষ কিছু যোগ করবে, তার মধ্যে কার্যকর ফিনিশিংয়ের গুণ দেখছি আমরা।’
শেই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ অধিনায়ক), আলিক আথানেজ, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, ডমিনিস ড্রাকেস, সিমরন হেটমায়ার, আলজারি জোসেপ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মতি, জাইডেন সিলস, রোমারিও শেইফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশানে থমাস।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam