শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরচ্যার সাগরের প্যারিস অলিম্পিক নিশ্চিত

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   50 বার পঠিত

আরচ্যার সাগরের প্যারিস অলিম্পিক নিশ্চিত

সংগৃহীত ছবি

তুরস্কের আনাতোলিয়ায় চলছে অলিম্পিক কোটা প্লেসের টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের আরচ্যার সাগর ইসলাম সেমিফাইনালে উঠেছেন। সেমিফাইনালে ওঠায় সাগরের প্যারিস অলিম্পিক নিশ্চিত হয়েছে বলে তুরস্ক থেকে জানিয়েছেন বাংলাদেশ আরচ্যারি দলের ম্যানেজার কামরুল ইসলাম কিরণ।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে তিন পদকজয়ীর প্যারিস অলিম্পিকে খেলার কথা ছিল। এমন ধারণা নিয়েই তুরস্ক গিয়েছিল বাংলাদেশ। আজ (সোমবার) সকালে রিকার্ভ ব্যক্তিগত ইলিমিনেশন রাউন্ড শুরুর আগে ম্যানেজার মিটিংয়ে বিশ্ব আরচ্যারি সংস্থা জানিয়েছে, এই টুর্নামেন্ট থেকে ব্যক্তিগত ইভেন্টে শীর্ষ পাঁচ জন সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। তুরস্কের আনাতোলিয়া থেকে বাংলাদেশ আরচ্যারি দলের ম্যানেজার কামরুল ইসলাম কিরণ ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘আজ সকালে আমাদের মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে পাঁচ জন অলিম্পিক খেলার সুযোগ পাবে। আমাদের সাগর সেমিফাইনালে ওঠায় আমাদের অলিম্পিক কোটা নিশ্চিত হয়েছে।’

এই টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক আরচ্যার জিয়া সৌদি আরবের কোচ হিসেবে রয়েছেন। তিনিও একই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ব আরচ্যারি ফেডারেশনও বিষয়টি নিশ্চিত করেছে একটি ফেসবুক পোস্টে।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশের দুই আরচ্যার রাম কৃষ্ণ সাহা ও সাগর ইসলাম। রাম হংকংয়ের কো চীন চাইয়ের কাছে ৬-২ সেট পয়েন্ট হারেন। অন্যদিকে, চেক প্রজাতন্ত্রের লি এডামের সঙ্গে ৫-৫ ড্র করেন সাগর ইসলাম। টাইব্রেকে সাগর চেক আরচ্যারের চেয়ে বেশি স্কোর করায় সেমিতে উঠেছেন।

২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবারও বাংলাদেশ আরচ্যারি থেকে সরাসরি খেলার দ্বারপ্রান্তে। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করে। সব ক্ষেত্রেই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। কেবল ২০১৬ সালে গলফার সিদ্দিক র‌্যাঙ্কিংয়ে থাকায় ও ২০২০ সালে রোমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এবার সাগরও সেই পথে।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের তিন আরচ্যার আব্দুল হাকিম রুবেল, রামকৃষ্ণ ও সাগর প্রি-কোয়ার্টার স্টেজ পর্যন্ত ছিলেন। রুবেল এই স্টেজে লুক্সেমবার্গ ক্লিন পার্টের সঙ্গে ৬-৪ সেট পয়েন্টে হারেন। অভিজ্ঞ ও পরীক্ষিত রুবেল হারলেও, এই স্টেজে দারুণ পারফরম্যান্স করেছেন রামকৃষ্ণ ও সাগর। রাম ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন। রাম প্রথম সেট জিতলেও পরের দুই সেট হারেন৷ শেষ দুই সেট জিতে রাম ৬-৪ সেট পয়েন্টে কোয়ার্টারে উঠেন।

সাগর সবচেয়ে সহজ জয় পেয়েছেন। পাঁচ সেটের খেলায় এক সেট আগে থাকতেই তিনি জয় নিশ্চিত করেছেন। ভিয়েতনামের নিগুইয়ের বিপক্ষে প্রথম দুই সেট জেতেন সাগর। তৃতীয় সেট ভিয়েতনামের আরচ্যার জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। চতুর্থ সেটে তিন শটেই দশে দশ স্কোর করেন সাগর। তার প্রতিপক্ষ করেন মাত্র ২৪। চতুর্থ সেট ৩০-২৪ স্কোরে জেতায় সাগর ৬-২ সেট পয়েন্টে লিড নেন। ফলে পঞ্চম সেট খেলার আর প্রয়োজন হয়নি।

আজ সকালে রিকার্ভ ব্যক্তিগত ইলিমেশন পর্ব শুরু হয়। অলিম্পিক কোটার জন্য সারা বিশ্ব থেকে ৯০-এর অধিক আরচ্যার রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করেন। বাংলাদেশের তিন আরচ্যার রুবেল নবম, রাম চতুর্থ আর সাগর ষষ্ঠ স্থান অর্জন করেন র‌্যাঙ্কিংয়ে। রাম ও সাগরের র‌্যাঙ্কিং বেশি হওয়ায় এই দু’জনকে ১/৪৮, ১/২৪ দুই রাউন্ড খেলতে হয়নি। সরাসরি ১/১৬ পর্ব থেকে খেলেন। রুবেলকে অবশ্য ওই পর্ব খেলে ১/১৬ পর্ব খেলতে হয়েছে।

১/১৬ পর্বে বাংলাদেশের আরচ্যারদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রুবেল ও সাগর শ্যুট অফে উতরে যান। সাগর ডেনমার্কের আরচ্যার ক্রিশ্চিয়ানের সঙ্গে ৫-৫ সেট পয়েন্টে ড্র করেছিলেন। টাইব্রেক করার জন্য দুই জনই এক বার করে তির ছোড়েন। ক্রিশ্চিয়ানের তির বোর্ডে নয় স্পর্শ করে। সাগরের তির নয়ের মধ্যে থাকলেও দশের নিকটবর্তী হওয়ায় সাগর প্রি কোয়ার্টারে সুযোগ পান। রুবেলের শ্যুট অফ স্কোর ছিল নয়, আর তার প্রতিপক্ষের সাত। রাম এই পর্বে ৭-৩ সেট পয়েন্টে জেতেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]