শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবার ধর্মঘটে নামছেন হলিউড অভিনেতারা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   91 বার পঠিত

এবার ধর্মঘটে নামছেন হলিউড অভিনেতারা

সংগৃহীত ছবি

হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখকদের চলমান ধর্মঘটে বৃহস্পতিবার যোগ দিতে পারে অভিনেতাদের সংগঠন ‘সেগ-আফট্রা’। মার্কিন সময় বুধবার রাতে স্টুডিওগুলোর সঙ্গে সংগঠনটির আলোচনা ফলপ্রসূ না হওয়া এমনটা আশঙ্কা করা হচ্ছে। এতে ব্যাহত হতে পারে বেশ কয়েকটি শো ও চলচ্চিত্র।

দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড (সেগ-আফট্রা) জানিয়েছে, তাদের জাতীয় বোর্ড বৃহস্পতিবার সকালে ধর্মঘটের আদেশে ভোট দেবে। অনুমোদন পেলে হলিউড স্টুডিওগুলো ৬৩ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বৈত কাজ বন্ধের সম্মুখীন হবে ও যুক্তরাষ্ট্রজুড়ে প্রযোজনা বন্ধ করতে বাধ্য হবে। খবর রয়টার্সের

এক লাখ ৬০ হাজার সদস্যবিশিষ্ট বৃহত্তম সংগঠন ‘সেগ-আফট্রা’ ও লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) একাধিক দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে- বেতন বৃদ্ধি, অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলো থেকে অভিনেতাদের বেশি টাকা দেওয়া ও তাদের কাজকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা প্রতিস্থাপিত হবে না এমন নিশ্চয়তা দেওয়া ইত্যাদি।

বুধবার মধ্যরাতে এক বিবৃতিতে সেগ-আফট্রারের সভাপতি ফ্রান ড্রেশার বলেন, অভিনেতাদের উদ্বেগের বিষয়ে স্টুডিওগুলোর প্রতিক্রিয়া অপমানজনক।

তিনি বলেন, সংস্থাগুলো কিছু বিষয়ে আর্থিকভাবে জড়িত হতে রাজি হয়নি। যতক্ষণ না তারা সদিচ্ছার সঙ্গে আলোচনা করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব না।

গত মে মাস থেকে হলিউডের সাড়ে ১১ হাজার লেখক ধর্মঘট কর্মসূচি পালন করছেন।

১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]