
| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 91 বার পঠিত
সংগৃহীত ছবি
২৮ জুলাই মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের নতুন ছবি ‘রকি অউর রানী’। বলিউডের আলোচিত নির্মাতা করণ জোহরের ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। এ ছবিতে বহুদিন পর জুটি হিসেবে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে। এ কারণে এ ছবি নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহলের মধ্যেই দর্শকের কানে এলো দুঃসংবাদ।
আলিয়ার ছবিটিতে পড়েছে সেন্সরের কাঁচি এ অভিনেত্রীর পাশাপাশি পরিচালক করণ জোহরের গল্প নির্বাচন, নির্মাণ– কোনো কিছু নিয়ে এত দিন প্রশ্ন ওঠেনি। তাহলে নতুন ছবিতে কী এমন আছে, যার জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডকে কাঁচি চালাতে হলো? এ প্রশ্ন এখন অনেকের।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘রকি অউর রানী’ ছবিতে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্সর সদস্যরা। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পরই আলিয়ার মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে এ শব্দের অবতারণা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন ‘খেলা হবে’ মর্মে।
সেই শব্দ ছবির ট্রেলারে শোনা গেছে আলিয়ার মুখে। ওই শব্দে কাঁচি চলেছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও খবর ও ছবি থেকে বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-সংক্রান্ত প্রসঙ্গ। তা ছাড়া ছবিতে ব্যবহার করা একটি মদের ব্র্যান্ডের নাম বদলে গেছে। কাঁচি চালানো হয়েছে একটি নারী অন্তর্বাসের দোকানের দৃশ্যে।
ছবির ট্রেলারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল কথার যুক্তি। সেন্সর বোর্ড সেই দৃশ্যটিতেও সামান্য রদবদল করেছে। এরপরও ছবিটি দর্শক মনোযোগ ধরে রাখতে পারবে বলে বিশ্বাস আলিয়া ও করণের। কেননা গল্প, চরিত্র, নির্মাণ সব মিলিয়ে ছবিটি সময়োপযোগী।
এতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো গুণী অভিনয়শিল্পী।
Posted ৮:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam