বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   45 বার পঠিত

‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতি পর গত ৩০ মার্চ থেকে ফের কমেডি শোতে ফিরেছেন কপিল শর্মা। নতুন শোয়ের নাম—দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো।

প্রথম দিনের অনুষ্ঠানে কাপুর ফ্যামিলি (নীতু কাপুর, রণবীর কাপুর ও রিদ্ধিমা কাপুর) এসেছিলেন। এছাড়া ছিলেন কপিল শর্মা ও কিকু সারদার পরিবার। শোতে কপিলের স্ত্রী গিনি চত্রথও ছিলেন।

এই পর্বে একটা সময় গিনি কপিলের মধ্যে বিয়ের পর্বে যে পরিবর্তনগুলো দেখেছেন সেটা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমি সামনে থাকলে ভদ্র থাকে। কিন্তু আমি বাড়ি থেকে বেরোলে জানি না কী ঘটবে।

স্ত্রী এসব বলতেই কপিল তার উদ্দেশ্যে বলেন, আমি বাজে বকার জন্যই টাকা পাই। কিন্তু ওর সামনে ফ্রিতে বাজে বকি কিন্তু ও শুনতে চায় না।

এরপরই অর্চনা গিনিকে জিজ্ঞেস করেন কপিল বাবা হিসেবে কেমন? উত্তরে তিনি বলেন, সেরা বাবা। কিন্তু স্ত্রী যতই প্রশংসা করুন না কেন জবাবে কপিল বলেন, ও কিছুই করে না। করবে কী করে, তখন তো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে ব্যস্ত ছিল। এটার জবাবে মোটেই চুপ থাকেননি গিনি।

তিনি কপিলকে পাল্টা আক্রমণ করে বলেন, ওই দয়াটা কে করেছিল? আনায়রা তখন মাত্র পাঁচ মাসের যখন আমি আবার মা গর্ভবতী হই।

এদিন রণবীর কাপুর-নীতু কাপুরও তাদের পরিবারের খুদে সদস্য রাহাকে নিয়ে কথা বলেন। জানান, রণবীরও খুব ভালো বাবা।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৩ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]