বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘মাইক’ সিনেমা নিয়ে যা বললেন ফেরদৌস

  |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   51 বার পঠিত

‘মাইক’ সিনেমা নিয়ে যা বললেন ফেরদৌস

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, ট্রেলার, টিজার ও গান। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ আগস্ট।

মুক্তির আগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিনেমাটির বর্ণিল প্রচার। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম দিনে ‘মাইক’ সিনেমায় অভিনয় শিল্পী বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটিসহ কলাকুশলীরা অংশ নেন।

অভিনেতা তারিক আনাম খান বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণকে জানা ছাড়াও ‘মাইক’ সিনেমাতে অনেক ভালো গল্প আছে, অদ্ভুত সুন্দর গল্প আছে। একটা শিক্ষণীয় ছবি হয়েছে, তোমাদের সিনেমা হয়েছে। তোমরা সবাই বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখবে। আমি নিশ্চিত এটা দেখলে সবার ভালো লাগবে।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, মাইক’ সিনেমার মূল উপজীব্য ৭ মার্চের ভাষণ। যে ভাষণটি উদ্বুদ্ধ করেছে বাঙালি জাতিকে, যে ভাষণ এনে দিয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র। আজকে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি- এর সবকিছুর মূলে এই বক্তৃতা।

তিনি বলেন, একটা অন্ধকার সময় গেছে, যে সময়ে আমরা বঙ্গবন্ধু কে? সেটা ভুলতে শুরু করেছিলাম। বঙ্গবন্ধু শুধু ফ্রেমে বাঁধানো ছবি ছিলেন। তাঁর কথা, বক্তৃতা শোনা যেত না। কিছুই আমরা জানতাম না। আজ ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ইতিহাসের অন্যতম শ্রেষ্ট ভাষণ হিসেবে। এই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে শাহীন ভাই ছবিটি বানিয়েছেন।

সকলকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী তানভীন সুইটি বলেন, আমরা নিজেরা জানতাম না পঁচাত্তর পরবর্তী সময়ে ৭ মার্চের ভাষণ ছিল কিংবা দেশ কীভাবে স্বাধীন হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট আমাদের জাতির পিতাকে সপরিবার হত্যা করার পর সবকিছু পাল্টে গিয়েছিল। অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশটা কে তৈরি করে গেছেন বঙ্গবন্ধুর একটা ডাকে লাখ লাখ মানুষ ছুটে এসেছিল। আমরাই তো সেইসব ইতিহাস জানি না। আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে জানবে? আপনারা সিনেমাটা দেখুন। যেই স্বাধীন দেশে বাস করছি সেই দেশের ইতিহাস তো সবাইকে জানতে হবে।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল জহুরা বেগম বলেন, একটা সময় ছিল অনেক কিছু বলা যেত না, নিষিদ্ধ সময় ছিল। যার জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। আমাদের বঙ্গবন্ধুর নাম নিতে অসুবিধা ছিল। আজ তোমরা একটা স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছ। বঙ্গবন্ধুর ৭ মার্চকে উপজীব্য করে নির্মিত এই সিনেমা দেখলে ইতিহাস জানা যাবে।

লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে। ১১ আগস্ট ‘মাইক’ দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি পাবে। শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার প্রতি অনুরোধ আপনারা সিনেমা হলে আসুন, ভালো সিনেমা দেখুন।

পরিচালক হাসান জাফরুল বিপুল বলেন, ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে দর্শকরা আন্দোলিত ও উৎসাহিত হবে। নতুন প্রজন্মের জানা দরকার একাত্তরে কী হয়েছিল। আমাদের সবার দায়িত্ব এ ভাষণকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং জাতিকে সঠিক ইতিহাস জানানো।

‘মাইক’ সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]