
| শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 59 বার পঠিত
সংগৃহীত ছবি
সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়েই এখন পরীমণির ব্যস্ততা। স্বামী শরিফুল রাজের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই পরীর। যার প্রমাণ মেলে এই নায়িকার ফেসবুকের একাধিক পোস্টে। এদিকে, নির্মাতা রায়হান রাফীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তারকা দম্পতি রাজ-পরীর। আর তমা মির্জা-পরীমণি পুরনো বন্ধু। তাই তো শুক্রবার হাঠৎ মিলিত হলেন একসঙ্গে।
এদিনের আনন্দ-আড্ডা ছবি তারা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু পরীমণির ক্যাপশনে ধরা পড়লো অন্যকিছু। রাজকে অনেকটা খোঁচাই মেরে বসলেন এই নায়িকা। ক্যাপশনে পরী লিখে দিলেন, ‘চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।
এদিকে রাফীর বাসায় তাদের দেখে অনেকেই মনে করছেন, তবে কি রাফীর নেক্সট প্রজেক্টে নায়িকা হয়ে আসছেন পরীমণি নাকি রাজকে ঘিরে তৈরি রাফীর সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনা মুছতেই পরীর পক্ষে এই হাসি উৎসব
রাফী বললেন, ‘পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনও প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনও আলাপ হয়নি। জাস্ট হাহা-হিহি করেছি আমরা।
Posted ৮:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam