
| বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 56 বার পঠিত
সংগৃহীত ছবি
দেশে একাধিক সংগীতায়োজনে একসঙ্গে দেখা মিলেছে জনপ্রিয় দুই ব্যান্ড সোলস ও আর্টসেলের। এবার এই দুই ব্যান্ড অস্ট্রেলিয়ায় এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে।
আগামী ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত উইলিয়ামস্টোন টাউন হলে ‘মিউজিক্যাল নাইট’-এ পারফর্ম করবে তারা। সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া জানান, ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তারা। বছরটি স্মরণীয় করে রাখতেই ধারাবাহিকভাবে বিভিন্ন আয়োজন করে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার উইলিয়ামস্টোনে আয়োজিত ‘মিউজিক্যাল নাইট’ এরই একটি অংশ। এতে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল থাকায় এই আয়োজন আরও জমকালো হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন সোলস সদস্যরা।
উইলিয়ামস্টোনের আগে ২ সেপ্টেম্বর সিডনির মারানা অডিটোরিয়ামে এবং ৯ সেপ্টেম্বর ব্রিসবেনের ইসলামিক কলেজে আয়োজিত আরও দুটি কনসার্টে অংশ নেবে আর্টসেল।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam