বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কঙ্গনার ‘মুভি মাফিয়া’ কটাক্ষ নিয়ে সরব করণ

  |   বুধবার, ০৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   51 বার পঠিত

কঙ্গনার ‘মুভি মাফিয়া’ কটাক্ষ নিয়ে সরব করণ

সংগৃহীত ছবি

গত কয়েক বছর বলিউডে নেপোটিজম বিতর্ক বারবার মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সামালোচনা আরও তুঙ্গে ওঠে। আর সেই বিতর্কের কেন্দ্রে ছিলেন করণ জোহর। এই বিতর্কে তাকে সবচেয়ে বেশি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কঙ্গনা রনৌত। তিনি সরাসরি করণকে ‘মুভি মাফিয়া’ নাম দিয়েছেন। এমন মন্তব্যে তার পরিবার কতটা প্রভাবিত হয়েছে সেটাই জানালেন এই পরিচালক-প্রযোজক।

সিনেমা সমালোচক সুচারিতার সঙ্গে সাক্ষাৎকারে করণ জানান, গত তিন বছরে আমি যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি সেটা আমার মাকে খুব বেশি প্রভাবিত করেছে। আমি ওনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকে নিয়ে সমালোচনা দেখে উনি একদম চুপ হয়ে গেছেন।

মানুষ না জেনেই তার সম্পর্কে বাজে মন্তব্য করেছেন বলে দাবি করেন করণ। তার কথায়, ওই সময় আমার মায়ের জন্য এবং নিজের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছে। চারদিকে যা ঘটছিল তাতে নিজেকে নগ্ন মনে হত। এখন আর কী লুকব? কার সঙ্গে লড়ব? লোকজন কিছু না জেনেই অনেককিছু বলেছে আমার সম্পর্কে। তারা জানেই না আমি আদপে কেমন মানুষ। মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা তৈরি করেছে যে আমি ‘মাফিয়া’।

এর আগে কফি উইথ করণের মঞ্চে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। পরবর্তীতে একাধিক পোস্ট ও সাক্ষাৎকারে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে বিদ্রূপ করেছেন বলিউড কুইন।

বিতর্কের মাঝেও বক্স অফিসে করণের ছবি ভাল ব্যবসা করেছে। আলিয়া-রণবীর অভিনীত এই ছবি মাত্র ১০ দিনেই পার করেছে ১০০ কোটির গণ্ডি। আলিয়া, রণবীর ছাড়াও ছবিতে দেখা মিলেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো তারকাদের।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]