বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হার্ট অব স্টোন: বিশ্ব শান্তি ভঙ্গে উঠে পড়ে লেগেছেন আলিয়া

  |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   43 বার পঠিত

হার্ট অব স্টোন: বিশ্ব শান্তি ভঙ্গে উঠে পড়ে লেগেছেন আলিয়া

সংগৃহীত ছবি

বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের জন্য যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তিনিও এবার পা রাখলেন হলিউডের সিনেমায়। আগামীকাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার, যা প্রকাশ্যে আসতেই আলিয়ার প্রশংসায় মেতে উঠেছেন ভক্তরা।

হার্ট অব স্টোন’ ছবিতে গ্যাল গ্যাদতকে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্রের নাম রাসেল স্টোন। তিনি একটি বিশ্বশান্তি বজায় রাখে এমন সংস্থার এজেন্ট। বর্তমানে তিনি একটি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে ভয়াবহ জিনিস দ্য হার্টের দায়িত্বে আছেন। এই প্রজেক্টের ইনচার্জ তিনি। অন্যদিকে, এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। বলিউডের মিষ্টি, রোমান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। এখানে কেয়া ওরফে আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি প্রকাশ হওয়া ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হয়েছে ব্রাজিলে টুডুম ফেস্টিভ্যালে। সেখানে ‘হার্ট অব স্টোন’ এর মুখ্য চরিত্র গ্যাদট আলিয়ার প্রশংসা এবং নিজেকে তাঁর ‘ভক্ত’ জানিয়ে বলেন, ‘‘অনেক আগে থেকেই আলিয়ার অভিনয় আমার ভালো লাগে। ‘আরআরআর’ সিনেমা দেখে মনে হয়েছিল, আমরা এমনই একজনকে খুঁজছি, যিনি দেখতে সতেজ সৌন্দর্যের এবং বিভিন্ন ধরনের চরিত্র করার সক্ষমতা রাখেন। এই সিনেমার জন্য আলিয়াকে একদম নিখুঁত বলব আমি।’’ ‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন, ‘এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, তাই এই সিনেমাটি আমার জন্য বিশেষ। অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।’

পরিচালক টম হর্পারকে ধন্যবাদ জানিয়ে আলিয়া বলেছেন, ‘তাঁর ধারণার চেয়েও সিনেমাটি ভালো হয়েছে।’ তবে সিনেমার ট্রেলারে খলনায়িকা আলিয়ার উপস্থিতি আরও একটু আশা করছিলেন এই নায়িকার ভক্তরা। বিষয়টি নিয়ে আলিয়া ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলেন, ‘ভক্তরা হয়তো নিরাশ হবেন, সেটাই স্বাভাবিক। আমি খুব একটা চিন্তিত নই। দিনশেষে গল্পটাই যে প্রধান। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং চরিত্রটা কীভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।’ ‘হার্ট অব স্টোন’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]