শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছেলে রাজ্যকে পরীমণির খোলা চিঠি: কাছের মানুষও ছেড়ে চলে যায়

  |   শনিবার, ১২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   49 বার পঠিত

ছেলে রাজ্যকে পরীমণির খোলা চিঠি: কাছের মানুষও ছেড়ে চলে যায়

সংগৃহীত ছবি

গতবছর নিজের জন্মদিনে একটি ডকুভিডিওতে নিজের উড়নচণ্ডী আচরণ নিমিষেই বদলে গেছে বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। এই শক্তিটা ছিল স্বামী রাজ ও মাতৃত্বের জাদুকরি শক্তি। নায়িকা হিসেবে তার জীবন যতটা বিতর্কিত, সমালোচিত, মা হিসেবে যেন তার চেয়ে বেশি মুগ্ধকর। এই মাতৃত্ব দিয়ে নিন্দুকদের মনও জয় করে নিয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) আরও একবার সবাইকে আবেগের ভাসালেন এই নায়িকা।

এদিন রাতে ছেলের উদ্দেশে ভিডিও আকারে একটি খোলা চিঠি পাঠ করে সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন পরী। যার ব্যাপ্তি ছিল ৪ মিনিট ১৩ সেকেন্ড। নিজেদের ছবি কোলাজ করে তৈরি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বেজেছে পরীর কণ্ঠ।

২৬ হাজারের অধিক মন্তব্য পড়েছে পরীর এই ভিডিও পোস্টে। এবং শেয়ার হয়েছে ১৭ হাজারের বেশি। প্রায় সবগুলো মন্তব্যেই তার মাতৃত্বের প্রতি ভূয়সী প্রশংসা আর আবেগপ্রবণ অনুভূতির বিষয় উঠে এসেছে।

পরী তার পদ্মকে বললেন, ‘আমার বাজান, বড় হয়ে যখন তুমি এটা দেখবে, তখন বুঝবে, গলায় আটকে থাকা কান্না গিলে গিলে মা তোমাকে বলেছিল- এই সেই আনন্দের দিন, যে দিন তুমি আমার বুকে এলে। ছোট্ট দুটো হাত ধরে কী মনে হচ্ছিল জানো? পরী সত্যিকারের দুটো ডানা পেলো। কী আনন্দ কী আনন্দ! বড় হয়ে লাল পরী, নীল পরী, হাজার পরীর ভিড়ে শুধু জানবে, তুমি এই মা পরীর দুটো ডানা হয়ে জন্মেছিলে। আমি তোমার বুকে কান পেতে শুনি- মা; গায়ে গা ঘেঁষে, বুকে মিশে থেকে, ঘুমের ঘোরে কিংবা জেগে থেকে, তোমার চোখের দৃষ্টিজুড়ে যেন শুধু আমি; মা আর মা। তোমার জগতজুড়ে যেন একটাই শব্দ- মা। আর এই মা-টা আমি! আহা!’

আবেগ আর কল্পনা সাজিয়ে পরী নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘ভাবতে ভাবতে কখন যে আমাদের এক বছর হয়ে গেলো। তোমার গায়ের ঘ্রাণে বেঁচে আছি আমি। তোমার কান্নায়, হাসিতে, খেলায় কী দারুণ বেঁচে আছি আমি। দুঃখ আমাকে আর ছুঁতেই পারে না। তোমার সঙ্গে রূপকথার রাজ্যের পৃথিবী আমার। টগবগ করে রাঙা ঘোড়ায় চড়ে আমার পালকির পাশে পাশে চলবে। পথে পথে যত দস্যুই আসুক, তুমি বলবে, আমি আছি, ভয় নেই মা। আমার সত্যিকারের বীরপুরুষ হবে তুমি। আমার সকল শূন্যতার পাশে তুমি এক হয়ে জুড়ে গেছো। তাইতো আমাদের এই সংখ্যা ১০। মনে রেখো, এই তারিখটা কিন্তু তোমার। এই দিনটা তোমার বিশেষ দিন।

পরীর ভাষ্য, ‘শত পুণ্যে আমি তোমায় (রাজ্য) পেয়েছি। এই দেখো আমরা তোমার প্রথম মাসের ১০ তারিখটা (এক মাস পূর্তির ছবি সংযুক্ত করে) সেলিব্রেট করছি। কত ছোট্ট তুমি! শুধু একটু কান্না করতে পারো তখন। এরপর দুই মাস, তিন মাস, চার, পাঁচ, ছয়, দেখো কেমন মাস চলে যায়। কাছের মানুষও ছেড়ে চলে যায়। সম্পর্কও কেমন বদলে যায়। শুধু বদলে যায়নি তোমার এই সুন্দর বিশেষ দিনে আয়োজন করে ঘর সাজানো, কেক কাটা। এই যে তোমার মা আছে তো। আনন্দের কমতি কী করে হয়।’

রাজ্যকে নতুন নামও দিয়েছেন পরী। তা হলো- পদ্ম। এই নামেই তাকে সম্বোধন করেন নায়িকা। সবশেষে তাই সেই নামে ডেকে বললেন, ‘শোনো পদ্মফুল, এই দিনে তুমি কখনও মন খারাপ করবে না। এই দিন তোমার জন্য অনেক আনন্দের দিন, খুশির দিন। ঠিক আজকের মতোই তুমি এই দিনটাকে তোমার ভালোবাসার সবাইকে নিয়ে হইহুল্লোড়ে ভরিয়ে রেখো। কেমন? আমার পুণ্য। তুমিই আমার পুণ্য। তুমি এই পৃথিবীর জন্য আলোর বাহক হও। মা তোমাকে অনেক ভালোবাসে। হ্যাপি বার্থডে বাবা।’

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালের অক্টোবরে ঘর বাঁধেন পরী। এরপর গেলো বছরের ১০ আগস্ট তার কোলজুড়ে আসে রাজ্য। রাজের সঙ্গে অলিখিত বিচ্ছেদ হয়ে যাওয়ায় আপাতত ছেলেকে ঘিরেই জীবনের নতুন গল্প বুনছেন পরী।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]