শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘কার গুটি কোন চালে, কে রয়েছে কার জালে’

  |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   42 বার পঠিত

‘কার গুটি কোন চালে, কে রয়েছে কার জালে’

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে ফিল্ম পাড়ায় আলোচিত নিপুণ আক্তার। এই মুহূর্তে তার হাতে বেশ কিছু সিনেমাও রয়েছে। কাজ করছেন ওয়েব প্ল্যাটফর্মেও। আগামী ২৯ আগস্ট আসছে তার ওয়েব ফ্লিল্ম ‘অপলাপ’।

মোহাম্মদ আলী মুন্নার পরিচালনায় এতে নিপুণের বিপরীতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও প্রিয়ন্তী উর্বী।

সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে অর্ক। মামলা চলে আদালতে। অর্ক’র পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। এমন গল্পে এগোবে ফ্যামেলি ক্রাইম থ্রিলার এ ওয়েব ফ্লিল্মটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার শেয়ার করে নিপুণ বলেন, ‘কার গুটি কোন চালে? কে রয়েছে কার জালে? ২৯ আগস্ট আসছে ‘অপলাপ’।

নির্মাতা জানান, “অপলাপ’ মূলত ফ্যামেলী ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ ভালোবাসাকে ঘৃনায় রূপান্তরিত করে ফেলে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতীকতার ভয়াবহতার ব্যপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।”

২৯ আগস্ট থেকে ওয়েব ফ্লিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’তে দেখা যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]