
অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 47 বার পঠিত
সংগৃহীত ছবি
ব্র্যাক ব্যাংক আবারও যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক ‘স্ট্যাবল’ অবস্থানের সঙ্গে ‘বি+’ ক্রেডিট রেটিং অর্জন করেছে।
সাম্প্রতিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্টে বাংলাদেশের শিল্পের ঝুঁকি প্রবণতা ‘স্ট্যাবল’ থেকে ‘নেগেটিভ’-এ অবনমিত হওয়া সত্ত্বেও এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ‘স্ট্যাবল’ অবস্থানের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ‘বি+’ ক্রেডিট রেটিং বজায় রেখেছে।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘এই অর্জন মূলধন ভিত, সম্পদের গুণমান, সুশাসন এবং তারল্যের অবস্থান বৃদ্ধিতে আমাদের অটল প্রতিশ্রুতির অকাট্য প্রমাণ।’ সংবাদ বিজ্ঞপ্তি।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam