
ব্যাংক ডেস্ক | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 86 বার পঠিত
সংগৃহীত ছবি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নত কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের বিশেষ কৃষিকেন্দ্রিক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে ‘সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট’ নামে নতুন গবেষণা ইউনিট স্থাপন করা হবে। এই ল্যাবে মাইক্রোস্কোপিক বিশ্লেষণের সুযোগ তৈরি হবে। উদ্ভিদ ও ফসলের জিনোমিক ডেটা বিশ্লেষণের গতি বাড়িয়ে তুলবে। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সাইফুর রহমান ৬ জুলাই ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam