শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঠান’কে পেছনে ফেলে ‘গদার ২’র রেকর্ড

  |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   60 বার পঠিত

পাঠান’কে পেছনে ফেলে ‘গদার ২’র রেকর্ড

সংগৃহীত ছবি

চলতি বছরে বলিউডের সফল সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’। ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে এটি। তবে একই বছর সানি দেওলের ‘গদর ২’ সিনেমাও সফলতার মুখ দেখেছে। একের পর এক রেকর্ড গড়ে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে অনন্য এক চূড়ায় এখন ‘গদার ২’।

এবার নতুন মাইলফলকে নাম তুলেছে সিনেমাটি। ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘গদার ২’। নতুন এক রেকর্ড গড়ে এই মাইলফলক অর্জন করলেন সানি।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। টপকে গেছে শাহরুখ খানের রেকর্ডকেও!

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মাত্র ২৪ দিনে ৫০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে ‘গদার ২’। চতুর্থ রবিবার ‘গদার ২’ ভারতের বাজারে আয় করেছে ৮.৫০ কোটি রুপি। সেই সঙ্গে সিনেমাটির মোট আয় এখন ৫০১.৮৭ কোটিতে। ফলে সানি দেওলের ‘গদার ২’ এখন প্রথম হিন্দি সিনেমা, যা মাত্র ২৪ দিনে ৫০০ কোটির ঘরে ঢুকেছে। শাহরুখ খানের ‘পাঠান’-এর এই মাইলফলক ছুঁতে সময় লেগেছিল ২৮ দিন। আর ‘বাহুবলী ২’-এর হিন্দি ভার্সনের ৩০ দিনেরও বেশি সময় লেগেছে ৫০০ কোটি আয় করতে।

এখন সানির সামনে শুধু ‘পাঠান’-এর মোট আয় টপকে যাওয়ার রেকর্ডের হাতছানি। ‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে মোট ৫৪৩ কোটি রুপি।তবে ‘পাঠান’-এর মোট আয়কে টপকে যাওয়াটা বেশ কঠিন হবে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। কারণ ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘জওয়ান’। ফলে প্রেক্ষাগৃহে লড়াই করা কঠিন হয়ে যাবে সানির পক্ষে।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি। ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-এ-ও একই চরিত্রে অভিনয় করেছেন দুজন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]