বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর পক্ষে এফবিসিসিআই

শিল্প-বাণিজ্য ডেস্ক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   42 বার পঠিত

নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর পক্ষে এফবিসিসিআই

সংগৃহীত ছবি

বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন জ্বালানির অন্যতম উৎস হতে পারে নেপাল। এ মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। মঙ্গলবার ঢাকায় এফবিসিসিআই কার্যালয়ে সফররত নেপালের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নেপালের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন দেশটির শিল্প বিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) বাবুরাম গৌতম। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার আকর্ষণীয় খাত হতে পারে জ্বালানি। বাংলাদেশে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে নেপাল থেকে বিদ্যুৎ বিশেষত ক্লিন এনার্জি আমদানি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দেবে। নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ও নেপালের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা আমদানি খাতকেও আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
নেপালের শিল্প বিভাগের যুগ্ম সচিব বাবুরাম গৌতম বলেন, অংশীদারিত্বের দিক থেকে বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হচ্ছে। নেপালের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ বেশ কিছু রপ্তানি পণ্যের উচ্চ চাহিদা রয়েছে।

বৈঠকে এফবিসিসিআইর সহসভাপতি খায়রুল হুদা চপল, যশোদা জীবন দেবনাথ, মুনির হোসেন, পরিচালকবৃন্দ, মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইর আন্তর্জাতিক শাখা প্রধান রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]