বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূজার নির্দেশনায় ‘কালিকাচ’র নৃত্যরূপ

  |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   151 বার পঠিত

পূজার নির্দেশনায় ‘কালিকাচ’র নৃত্যরূপ

সংগৃহীত ছবি

যে কোনো উৎসব কিংবা আয়োজনে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার পূজা সেনগুপ্ত নতুন কিছু নিয়ে দর্শকের সামনে হাজির হন। এবার তাঁর নির্দেশনায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিক– শিবের গাজন, চড়ক পূজায় উপস্থাপিত নাট্যপালা ‘কালিকাচ’-এর নৃত্যরূপ। এর প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ২৪ অক্টোবর বিজয়া দশমীতে রাত ১০টার সংবাদের পর ‘শারদ আনন্দ’ অনুষ্ঠানে নৃত্যরূপটি প্রচার হবে। এটি গবেষণা ও কোরিওগ্রাফি করেছেন আকাশ সরকার।

পূজা সেনগুপ্ত বলেন, ‘শিবের গাজন, চড়ক পূজার ওপর তুরঙ্গমীর সদস্য ও আমার ছাত্র আকাশ সরকার কাজটি করেছে। এর ওপর ভিত্তি করে আমরা একটি নাচের ফর্ম করেছি। বাংলার লোকনাট্যের নৃত্যরূপ এটি। বলা যায়, বাংলাদেশে আরেকটি নাচের ফর্ম আবিষ্কার করেছি। দুর্গাপূজায় কলকাতার গানের সঙ্গে বেশি নাচ হয়। বলিউড কালচারের প্রভাবে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আমাদের নিজেদের কী আছে, এটি নিয়ে কাজ কমই হয়। এটি আমরা ভাঙতে চেষ্টা করছি। এ নাচের মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নতুন নৃত্যরূপটি দর্শকের ভালো লাগবে।’

২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পূজা সেনগুপ্তের নৃত্যদল তুরঙ্গমী। দেশের বাইরেও বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন। সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]