
| বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 121 বার পঠিত
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজার দশমীর ঠিক আগে নিজেকে চার কোটি রুপি মূল্যের দামি গাড়ি উপহার দিলেন শ্রদ্ধা কাপুর। লাল রঙের সেই ল্যাম্বরগিনির দাম শুনলে সাধারণ মধ্যবিত্তের চোখ কপালে উঠবে হয়তো। চার কোটির ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা সেই গাড়িটি চালানোর আগে পূজা করতে মুম্বাইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা সেই ছবিতে শ্রদ্ধাকে ছিমছাম সালোয়ার কামিজ পরে আর লাল ওড়না গায়ে দেখা যাচ্ছে। শ্রদ্ধা ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে নিজের গাড়িটি পুজো করান। তারপর সেটিতে ফুলের মালা পরাতেও দেখা যায় শ্রদ্ধাকে। তারপর সেই গাড়ির চালকের আসনে নিজেই বসেন। এদিন শ্রদ্ধার কপালে দেখা যায় পুজার তিলক।
ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরীও শ্রদ্ধার লাল ল্যাম্বরগিনির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। সেই ছবি আবার পোস্ট করে পূজা লিখেছেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! আমরা যখন প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি বছরের পর বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। এই কোম্পানির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম যে ল্যাম্বরগিনি এমন একজন প্রতিভাবান নারীর কাছে বিক্রি করা হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘একটি সুপারকার শুধু গাড়ি নয়, এটি বাধা অতিক্রমের প্রতীক। নিজের স্বপ্নের পেছনে ছোটার প্রতীক। এরকম একজন হাই-অ্যাচিভিং নারীর হাতে চাবি তুলে দিতে পেরে গর্বিত। প্রত্যেক নারীর জন্য শ্রদ্ধার এই যাত্রা অনুপ্রেরণাদায়ক।’
শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন রণবীর কাপুর। বর্তমানে তিনি ‘স্ট্রি টু’-এর শুটিং করছেন। এতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে।
Posted ৩:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam