শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও কাণ্ডে পদক্ষেপ নিল দিল্লি পুলিশ

  |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   73 বার পঠিত

রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও কাণ্ডে পদক্ষেপ নিল দিল্লি পুলিশ

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রশমিকা মান্দানার ডিপফেক ভিডিও কাণ্ডে ভারত জুড়ে তোলপাড় চলছে। এর মধ্যেই কড়া পদক্ষেপ নিল দেশটির সরকার। এবার এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে দিল্লি পুলিশ। দায়ের করা হয়েছে মামলা।

শুক্রবার দিল্লি পুলিশের পক্ষে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মামলা দায়ের করা হয়। দিল্লি পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দিল্লি পুলিশ জানিয়েছে, রশমিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে। এ ঘটনায় তদন্তও শুরু করা হয়েছে।

এর আগে দিল্লির মহিলা কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানায়, সামাজিক মাধ্যমে রশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় অভিনেত্রী রশমিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে।

অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তার ছবি মর্ফ করে ভিডিওয় ব্যবহার করেছে।

কমিশনের আরও উল্লেখ করে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি বা আটকের খবর মেলেনি এবং ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার মামলার একটি কপি দাবি করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, কমিশন জানতে পেরেছে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো গ্রেপ্তার হয়নি। এটি অত্যন্ত গুরুতর বিষয়। এই বিষয়ে ঘটনায় দায়ের হওয়া মামলার একটি কপি ও অভিযুক্ত সম্পর্কে তথ্য ও কী কী পদক্ষেপ নেওয়ার হচ্ছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হোক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, কালো ডিপনেক ড্রেস পরে একটি লিফটে উঠছেন পুষ্পা অভিনেত্রী। এরপর এক সাংবাদিক ও রিসার্চার অভিষেক কুমার, প্রথম এটি সামনে আনেন যে এই ভিডিও ভুয়া। এক্স হ্যান্ডলে তিনি আসল ভিডিওটি পোস্ট করেন। এমনকি তিনিও এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

কেননা ভারতে এই ডিপফেক-এর পরিমাণ ক্রমশ বাড়ছে। যে মূল ভিডিও সেটি আসলে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। কিন্তু ডিপফেক প্রযুক্তির সাহায্যে কারচুপি করে তার মুখ সরিয়ে সেখানে রশমিকার মুখ বসিয়ে দেওয়া হয়। একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।

Facebook Comments Box
advertisement

Posted ২:২২ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]