শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারী কেন্দ্রিক গল্পের নতুন ছবিতে বাঁধন

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   43 বার পঠিত

নারী কেন্দ্রিক গল্পের নতুন ছবিতে বাঁধন

সংগৃহীত ছবি

‘রেহানা মরিয়ম নূর’-এর সাফল্যের পর বলিউডের বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন আজমেরী হক বাঁধন। সেই প্রশংসার রেশ রয়েছে এখনও। এরই মধ্যেএলো নারীকেন্দ্রিক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর। এতেও মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবে ক্রপ ক্রিয়েশনস।

পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে ক্রপ ক্রিয়েশনসের। সিনেমা ব্যবসার মন্দাভাবের মধ্যেই ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানটি ‘সুদিন’ ফিরিয়ে আনার প্রচেষ্টায় কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা করেছিল। সেই যাত্রায়এবার নির্মাণ করতে যাচ্ছে নারীকেন্দ্রিক গল্পের ছবিটি। এটি নির্মাণ করবেন সানী সানোয়ার। যিনি ‘মিশন এক্সটিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করে পরিচিতি লাভ করেন।

প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, গল্পটি হত্যা রহস্য ঘরানার। যাতে মুখ্য চরিত্রে থাকছেন বাঁধন।এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা। আপাতত সিনেমাটির নাম বলতে নারাজ প্রযোজনা সংস্থা। আজ রাজধানীরএকটিরেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির নাম, আনুষ্ঠানিক ঘোষণাও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

জানা গেছে, সিনেমাটি নিয়ে বাঁধনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়। গল্পের প্রয়োজনেই কয়েক সপ্তাহ আগে বাঁধনকে নেওয়া ও চুক্তি স্বাক্ষর করা। অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি নিয়ে এখনই আমার তেমন কিছু বলার অনুমতি নেই। সবই আজ সংবাদ সম্মেলন করে প্রযোজনা সংস্থা থেকে জানানো হবে। শুধু বলব, গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারের জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’

পরিচালক সানী সানোয়ার বললেন, ক্রপ ক্রিয়েশনস থেকে সিনেমাটি নির্মিত হবে।সিনেমাটির শিল্পী ও কলাকুশলী সব নির্বাচন করা শেষ। আজ আনুষ্ঠানিক সব জানাব। ছবিটিতে বাঁধন মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আপাতত এটুকুই বলছি। বাকিটা জানাব সংবাদ সম্মেলনে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]