বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয় করতে চাননি সিদ্ধার্থ ও বরুণ

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   55 বার পঠিত

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয় করতে চাননি সিদ্ধার্থ ও বরুণ

সংগৃহীত ছবি

২০১২ সালে মুক্তি পায় করণ জোহর প্রযোজিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। সেই সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে হাতেখড়ি হয় সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের। একই সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হয় মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটেরও।

সিনেমা মুক্তির এক দশক পরে বলিউডের তারকা অভিনেত্রীদের তালিকায় একদম প্রথমের দিকে নাম আলিয়ার। এখন তার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন বলিপাড়ার নামজাদা অভিনেতা ও তারকারা। তবে, ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই না কি তার সঙ্গে কাজই করতে চাননি সিদ্ধার্থ ও বরুণ! কিন্তু কেন জানেন?

কফি উইথ করণের অষ্টম সিজনের সাম্প্রতিক পর্বে কফি আড্ডায় অতিথি হিসেবে এসেছিলেন সিদ্ধার্থ ও বরুণ। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের তৃতীয় ‘স্টুডেন্ট’ আলিয়া সেই পর্বে উপস্থিত না থাকলেও নিজের দুই সহকর্মী ও বন্ধুর জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন তিনি। ওই পর্বেই করণ জানান, আলিয়ার সঙ্গে নাকি স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় কাজই করতে চাননি সিদ্ধার্থ ও বরুণ।

করণ বলেন, আমার মনে আছে, আলিয়া সেটে আসামাত্রই সিদ্ধার্থ আর বরুণ আমাকে মেসেজ করে বলেছিল ওকে সিনেমায় কাস্ট না করার কথা। একজনের যুক্তি ছিল, আলিয়া না কি বয়সে খুবই ছোট। ফটোশুটের সময়েও আলিয়া চুপ করে দাঁড়িয়েছিল। কারণ, ও জানত যে সিদ্ধার্থ আর বরুণ আমাকে আগে থেকে চেনে। আর আলিয়া সেই সময় আমাকে একেবারেই চিনত না। তবে আমি ওর প্রথম শট দেখেই বুঝতে পেরেছিলাম!

সিদ্ধার্থ ও বরুণ আলিয়ার সঙ্গে কাজ করতে চাননি বটে। তবে আলিয়াও কম যান না। বরুণের সঙ্গে প্রথম সাক্ষাতে তাকে দাম্ভিক বলে মনে হয়েছিল অভিনেত্রীর। যদিও সিদ্ধার্থকে নিয়ে নালিশ করেননি তিনি। আলিয়ার মতে, সিদ্ধার্থ বেশিরভাগ সময়ই নিজের মতো থাকতেন। প্রাথমিকভাবে একে অন্যকে তেমন পছন্দ না করলেও এক দশক পরে আলিয়া ও বরুণ দুজনেই ভালো বদ্ধু। স্টুডেন্ট অব দ্য ইয়ারের পরে সিদ্ধার্থের সঙ্গে বেশ কিছু বছর প্রেমও করেছিলেন আলিয়া। সেই প্রেমের সম্পর্কে ইতি টানলেও এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন তারা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]