
বিনোদন ডেস্ক | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 86 বার পঠিত
সংগৃহীত ছবি
বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম খান আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। বড় ছেলে আরিয়ান তো ছিলেনই, এবার ছোট ছেলেও বাবার পথে হাঁটল। যা দেখে রীতিমত কেঁদে ফেললেন শাহরুখ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, শুক্রবার ছিল ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেখানেই পড়াশোনা করছে শাহরুখের ছোট ছেলে আব্রাম। এ দিন অম্বানীদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির ছিলেন বি-টাউনের অনেক তারকা। কারণ, অধিকাংশ বলি তারকাদের সন্তানরাই পড়াশোনা করে ওই স্কুলেই। ছেলের স্কুলের অনুষ্ঠান দেখতে স্ত্রী-কন্যা ও শাশুড়িকে নিয়ে হাজির হন বাদশা। মঞ্চে পারফর্ম করছে আব্রাম। দর্শকাসনে বসে শাহরুখ। নাটকের শেষের দিকে বাবা শাহরুখের কায়দা দুই বাহু খুলে পোজ দেল আব্রাম। তা দেখামাত্র কেঁদে ফেললেন শাহরুখ। এই ভিডিও রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়।
শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি লিখলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’
Posted ২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam