বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় কনসার্ট করবেন চার্লি পুথ?

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   52 বার পঠিত

ঢাকায় কনসার্ট করবেন চার্লি পুথ?

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো বাংলাদেশে আসতে চলেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ‘সি ইউ এগেইন’ ও ‘উই ডোন্ট টক এনিমোর’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে যার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করবেন এই গায়ক। ইতোমধ্যেই সেই কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভার লাইন ইভেন্টস। প্রতিষ্ঠানটির দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথকে নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন হতে চলেছে। টিকিট ও বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে থেকে যোগাযোগ করা হলে সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, ‘গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’

রাফাত খান আরও বলেন, ‘চার্লি পুথ আমাদেরকে ফেব্রুয়ারি মাসের একটি তারিখ দিয়েছেন। সেই তারিখটা আমরা এখনই ঘোষণা করতে চাচ্ছি না। তার দেওয়া শিডিউল অনুযায়ীই আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। কনসার্টটি আয়োজনের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল আমাদের পছন্দের তালিকায় রেখেছি।’

চার্লি পুথের বিখ্যাত ‘উই ডোন্ট টক এনিমোর’ গানে কণ্ঠ দিয়েছেন সেলেনা গোমেজ
সিলভার লাইন ইভেন্টস-এর মার্কেটিং বিভাগের তামজিদ আলম বলেন, ‘চার্লি পুথ বাদেও এই কনসার্টে আমরা দেশের আরও দুইজন সংগীতশিল্পীকে রাখতে চাচ্ছি। তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি খুব শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত সকল তথ্য সবাইকে জানিয়ে দিতে পারব।’

প্রসঙ্গত, মার্কিন গায়ক চার্লি পুথ একজন গীতিকার ও রেকর্ড প্রযোজক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘সি ইউ এগেইন’ গান বিশ্বজুড়ে পরিচিত। গানটিতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা। এই গানটির জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন।

এছাড়াও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অয়ান কল এওয়ে’ এবং ‘উই ডোন্ট টক এনিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]