বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে ভারতের সৌরযান

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   49 বার পঠিত

আজ চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে ভারতের সৌরযান

সংগৃহীত ছবি

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১ আজ শনিবার (৬ জানুয়ারি) তার নির্দিষ্ট চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে। প্রায় চার মাস আগে শ্রীহরিকতা লঞ্চপ্যাড থেকে যাত্রা শুরু করে আদিত্য-এল১।

৪০০ কোটি রুপি খরচ করে তৈরি করা ১ হাজার ৫০০ কেটি ওজনের এ সৌরযানটি (স্যাটেলাইট) ভারতের প্রথম সূর্য পর্বক্ষেক হিসেবে কাজ করবে। পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে এটি সূর্যের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।

স্যাটেলাইটটি হালো কক্ষপথের ল্যাগর‌্যাঞ্জ পয়েন্ট ১-এ (এল১) স্থাপন করা হবে। যেখানে স্যাটেলাইটটি অবস্থান নেবে সেখানে কোনো সূর্যগ্রহণ হবে না। ফলে এটি অব্যাহতভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।

ইসরোর এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, যদি স্যাটেলাইটটি সেখানে অবস্থান না নেয় তাহলে এটি সূর্যের দিকে এগিয়ে যেতে থাকবে।

এই স্যাটেলাইটটি মহাকাশের আবহাওয়ার পরিবর্তনের ওপর নজর রাখবে এবং বিজ্ঞানীদের মহাকাশ ঝড় এবং ফ্লেয়ার্সসহ প্রতিকূল পরিবর্তন সম্পর্কে সতর্ক করবে, যেটি স্যাটেলাইটের কাজকে বাধাগ্রস্ত করতে পারে। মহাকাশ ঝড় হলো সূর্যের বড়মাত্রার চৌম্বকীয় বিস্ফোরণ। যা পুরো সৌর জগতের ওপর প্রভাব ফেলতে পারে।

ইসরোর চেয়ার‌ম্যান এস সোমনাথ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘যখন আদিত্য-এল১ সূর্যকে অব্যাহতভাবে পর্যবেক্ষণ করবে এটি আমাদের পৃথিবীর ওপর অত্যাসন্ন সৌর-চৌম্বক প্রভাব সম্পর্কে সতর্ক করবে এবং আমাদের স্যাটেলাইটকে রক্ষা করবে। এছাড়া অন্যান্য পাওয়ার ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন নেটওয়ার্ক বাধাগ্রস্ত হওয়া থেকেও রক্ষা করবে। এটি স্যাটেলাইটগুলোকে সৌর ঝড় শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।’

তিনি জানিয়েছেন, মহাকাশে ভারতের ৫০টি সচল স্যাটেলাইটসহ ৫০ হাজার কোটি রুপির সম্পদ রয়েছে। যেগুলো সূর্যের প্রখরতা থেকে রক্ষা করা জরুরি।

এছাড়া এটি সূর্যের বিভিন্ন বিষয় সম্পর্কেও তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো পাঠাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]