
বিনোদন ডেস্ক | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 63 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম গ্র্যান্ট জিতেছেন নির্মাতা ইভান মনোয়ার। ‘Born to Play’ (বর্ন টু প্লে) ছবি বানানোর জন্য তিনি এ বাজেট পেয়েছেন। ছবির প্লট- কলসিন্দুর গ্রাম থেকে সানজিদা নামের একটি মেয়ের আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলার হয়ে ওঠার গল্প। ফিল্ম প্রোডাকশন হাউজ ‘মাইন্ড দ্য গ্যাপ’ এই ফিল্মটি নির্মাণ করছেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম গ্র্যান্ট প্রাপ্তিতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি শুভেচ্ছা জানিয়েছেন এই নির্মাতাকে। ডক্টর বার্ন্ড স্প্যানিয়ার, বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের চার্জ ডি’অ্যাফেয়ার্স এক বার্তায় নির্মাতাকে বলেন, ‘তোমার এই প্রাপ্তিতে আমরা খুব খুশি। ফিল্মটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’
এ বিষয়ে নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেল। আশা করছি, দর্শকদের ভালো একটা গল্প দেখাতে পারবো এই ছবির মাধ্যমে।’
প্রসঙ্গত, নির্মাতা ইভান মনোয়ারের ছবি ‘প্যাসেঞ্জার’ গত বছর ইউরোপিয়ান ফিল্ম ফেস্ট এ বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড জিতেছে। চলতি বছর তিনি শাওমির গ্লোবাল ফিল্মমেকার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিটিভি’র ছোট ছবি বড় স্বপ্ন প্রজেক্টে তিনি ‘গ্রিন পাসপোর্ট’ নামে একটি শর্ট ফিল্ম নির্মাণ করছেন।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam