বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোজার আগে আমিরাতে কমছে পেঁয়াজের দাম

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   32 বার পঠিত

রোজার আগে আমিরাতে কমছে পেঁয়াজের দাম

ফাইল ছবি

ভারত রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতে রোজার আগে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমবে।

টানা তিন মাস নিষেধাজ্ঞা থাকার পর এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ ও আরব আমিরাতে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারত।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর ২০২৩ সালের ডিসেম্বরে অতি প্রয়োজনীয় এ পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ওই সময় ঘোষণা দেওয়া হয় ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর আগে অক্টোবরে প্রথম নিষেধাজ্ঞা দেয় তারা। পরে তা আরও তিন মাস বাড়ানো হয়।

ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর আরব আমিরাতে প্রতি কেজি পেঁয়াজ গড়ে ১ দশমিক ৫ দিরহাম থেকে ২ দিরহাম পর্যন্ত বৃদ্ধি পায়। তবে গত সপ্তাহ থেকে এই দাম ১ দিরহামের নিচে নেমে আসে। ভারতের বদলে তুরস্ক, ইরান এবং চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে আমিরাত।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মূল্য তদারকি খাতের সহাকারি সচিব আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি গতকাল বুধবার জানান, ভারত সরকারের সঙ্গে এ ব্যাপারে তারা সরাসরি যোগাযোগ করছেন।

তিনি বলেছেন, “যদি পেঁয়াজ সরবরাহ নিয়ে কোনো সমস্যা হয়, বিশেষ করে ভারত থেকে, এ বিষয়টি মাথায় রেখে আমরা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি।”

কয়েক বছর আগে একটি অর্থনৈতিক চুক্তি করে ভারত ও আরব আমিরাত। এই চুক্তি অনুযায়ী, পেঁয়াজ ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানির সিদ্ধান্ত নেয় আমিরাত।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]