
ব্যাংকের খবর ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
সংগৃহীত ছবি
নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জামানতবিহীন বিনিয়োগ সুবিধা প্রাপ্তিতে সহজতর করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন।
Posted ১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam