
ব্যাংকের খবর ডেস্ক | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 58 বার পঠিত
সংগৃহীত ছবি
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে শেয়ারট্রিপ লিমিটেড ও শেয়ারট্রিপ পে-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এই চুক্তির মাধ্যমে শেয়ারট্রিপ ও শেয়ারট্রিপ পে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে যোগদান করে ই-কমার্স পেমেন্ট গেটওয়ে পরিষেবা, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ডেবিট কার্ড ফান্ড ট্রান্সফার এবং ভিসা এবং মাস্টারকার্ড ব্র্যান্ডেড ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে শেয়ারট্রিপ পে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১:৫০ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam