বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের অনুমতি পেল প্রাইমব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের অনুমতি পেল প্রাইমব্যাংক

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ অনুমতি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত বছরের (২০২৩) ১৪ আগস্ট প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ এমএফএস কার্যক্রম পরিচালনাসহ ব্যবসা বহুমুখীকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের অংশ হিসেবে এমএফএস ছাড়াও ছিল মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন। ওই সিদ্ধান্ত অনুসারে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ২ হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৪৩ দশমিক ২৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৬১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ১৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১০ টাকা ৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মে বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৮ পয়সা (ঘাটতি)। এর আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ২৬ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ টাকা ৬৫ পয়সা। আর ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরেও কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৫ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে এক টাকা ৩৯ পয়সা (ঘাটতি)।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]