বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দ. আফ্রিকায় সংখ্যাগরিষ্ঠতা হারাল নেলসন ম্যান্ডেলার দল

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত

দ. আফ্রিকায় সংখ্যাগরিষ্ঠতা হারাল নেলসন ম্যান্ডেলার দল

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার সংসদের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।

৩০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পতন ঘটায় দলটি। এরপর দেশটিতে যতবার সংসদ নির্বাচন হয়েছে ততবারই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

তবে বেকারত্ব, দারিদ্রতা, অবকাঠামোর অবনতিসহ নানা কারণে এএনসির প্রতি সাধারণ মানুষের সমর্থন কমে গেছে। যার ফলাফল পাওয়া গেছে এবারের নির্বাচনে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, আজ শনিবার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে এএনসি ৪০ শতাংশের কিছু ভোট পেয়েছে। যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে অনেক কম।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন। তবে এএনসির ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা নেই।

নির্বাচনের শুরুতে কমিশন জানিয়েছিল রোববার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। তবে তা এর আগেই হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ম্যান্ডেলার দল সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাদের নেতৃত্বেই দেশটিতে সরকার গঠিত হবে। তবে সরকার গঠন করতে হলে অন্য দলের সঙ্গে তাদের জোট গড়তে হবে। এছাড়া সিরিল রামাফোসাই দ্বিতীয় ও শেষবারের মতো প্রেসিডেন্ট হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন শেষে সংসদ সদস্যরা দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করেন।

দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধীদলীয় নেতা জন স্টেনহুইসেন বলেছেন, “দেশকে বাঁচাতে এএনসির সংখ্যাগরিষ্ঠতা ভাঙার প্রয়োজন ছিল। আমরা এটি করেছি।”

জন স্টেনহুইসেনের দল ড্যামোক্র্যাটিক অ্যালায়েন্স পার্টি ২১ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে জ্যাকব জুমার গঠিত নতুন দল এমকে পার্টি পেয়েছে ১৪ শতাংশ ভোট। এক সময় এএনসিকে নেতৃত্ব দিয়েছিলেন জুমা। কিন্তু পরবর্তীতে তিনি নিজের দল গঠন করেন। বলা হচ্ছে, জুমার দল ১৪ শতাংশ ভোট পাওয়ার কারণেই মূলত এএনসি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আরেক দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৫ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]