শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যান্সি বললেন ‘কুটনি শিয়াল রানি’, কোনাল বললেন ‘বহুরূপী ভণ্ড’!

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত

সংগৃহীত ছবি

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ দুই স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও কোনাল। তাদের নিশানায় কে ছিলেন, সেটা স্পষ্ট না করলেও ভক্তরা একজন গায়িকার নাম কানাঘোষা করছেন।


কী স্ট্যাটাস দিয়েছেন দুজন?

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি শিয়ালের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি, শিয়াল রানি। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো।’

সতর্ক করে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি। কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে…। সুস্থ শিল্প সমাজ।’

ন্যান্সির এই পোস্টের কমেন্টে ভক্তরা একজন গায়িকার নাম বারবার নিচ্ছেন। তবে ন্যান্সি এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। অন্যদিকে এই গায়িকার শব্দচায়ন নিয়েও অনেকে কড়া সমালোচনা করেছেন পোস্টের মন্তব্যঘরে।

ন্যান্সির সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। যেখানে তিনি লিখেছেন, ‘ন্যান্সি আপু ফিরে এসেছেন। বহুরূপী, মিথ্যুক, ভণ্ডরা আসলে বোঝে না। অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না।’

কোনাল আরও লেখেন, ‘রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না! ধন্যবাদ ন্যান্সি আপু, সব সময় অন্যের মতো সত্য কথা বলার জন্য।’

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]