
| বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 135 বার পঠিত
সাড়ে ৩ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের জরিমানা ৫ লাখ টাকা
ফিদা তালবিয়া, বসবাস করেন রাজধানী শহর ঢাকায়। চাকরিও করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে। অথচ সেই ফিদা তালবিয়াকে নিয়োগ দেয়া হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের চট্টগ্রাম আগ্রাবাদ শাখায়। পদবি দেয়া হয়েছে এসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট (এভিপি) । আর তার নামেই মোটা অংকের বেতন-ভাতা পরিশোধ করেছে প্রাইম ইন্স্যুরেন্স।
ফিদা তালবিয়া বীমা কোম্পানিটির আগ্রাবাদ শাখার ইউনিট প্রধান আয়শা বেগমের মেয়ে।
একইভাবে ওয়াকার আনান চৌধুরী নামে এক শিক্ষার্থীকেও নিয়োগ দেয়া হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের আগ্রাবাদ শাখায়। অথচ ওয়াকার আনান চৌধুরী থাকেন ঢাকায় এবং সেখানেই পড়ালেখা করেন। ২০২১ সালে যখন ওয়াকার আনান চৌধুরীকে কোম্পানিটির এভিপি পদে নিয়োগ দেয়া হয়, তখন তার বয়স ছিল ২২ বছর।
Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam