বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতীয়দেরও আমাদের নিয়ে গর্বিত হওয়া উচিত: সাহানা

  |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত

ভারতীয়দেরও আমাদের নিয়ে গর্বিত হওয়া উচিত: সাহানা

ভারতীয়দেরও আমাদের নিয়ে গর্বিত হওয়া উচিত: সাহানা

অস্কার দৌড় থেকে ছিটকে গেছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’। এ ছবি নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখছিলেন ভারতীয় সিনেমাপ্রেমীরা। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। আর তাতে ভারতীয় সিনেমাপ্রেমীদের একটু মন খারাপ বৈকি। এমনকি ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও নির্বাচিত হয়নি। তবে এই হতাশার মধ্যে আশা জাগিয়েছিল আরও একটি ভারতীয় ছবি ‘অনুজা’। সেই গুণীত মঙ্গা কাপুরের ‘অনুজা’ও অস্কার মনোনয়ন থেকে ছিটকে গেছে।

এদিকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত ১৫ তালিকা থেকে পরিচালক কিরণ রাওয়ের লাপাতা লেডিজ, ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গান আর গুণীত মঙ্গা কাপুরের ‘অনুজা’ও অস্কার মনোনয়ন থেকে ছিটকে গেলেও হিন্দিভাষার ছবি ‘সন্তোষ’ মনোনয়ন পেয়েছে। যদিও এই ছবির নাম জমা পড়েছে ইউনাইটেড কিংডম থেকে। ছবিটি পরিচালনা করেছেন প্রবাসী সন্ধ্যা সুরি।

অস্কারে ভারতীয় দর্শকদের জন্য এটিও একটি আনন্দের খবর। যদিও… কিন্তু… থেকে যাচ্ছে। ব্রিটেন থেকে হিন্দি ছবি ‘সন্তোষ’ ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী সাহানা গোস্বামী। এবার সংবাদমাধ্যমকে সেই প্রতিক্রিয়া জানালেন তিনি।

সাহানা বলেন, আমি অত্যন্ত গর্বিত। আমাদের টিমের জন্য বিশেষ করে সন্ধ্যা সুরির (ছবির পরিচালক) কাছে এটা উদযাপনের সময়। তিনি বলেন, ছবিটি ভারত, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। অন্য দেশ থেকে নির্বাচিত হলেও সাহানা মনে করেন, তাদের প্রাপ্তিতে ভারতীয়দের গর্বিত হওয়া উচিত। অভিনেত্রী বলেন, এটা আমার বা ওটা তোমার— এ ধরনের মানসিকতায় বিশ্বাসী নই। এই ছবিতে একটা বড় ভারতীয় টিম কাজ করেছে। তাই ভারতীয়দের গর্বিত হওয়াই উচিত। দেশ বিচার না করে, গল্প বলা এবং বৈচিত্র্যের দিক থেকে আমাদের সমর্থন করা উচিত। গল্পের শিকড় যে ভারত, সেটি মনে রাখা উচিত।

অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে আপাতত ১৫টি ছবি নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাকি ১৪টি ছবির সঙ্গে প্রতিযোগিতা সাহানাদের। অভিনেত্রী বলেন, আমরা যদি এর পরও এগোতে পারি, তা হলে খুবই খুশি হব। আর আমরা না পারলেও কোনো সমস্যা নেই। কিন্তু ছবিটি যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, সে বিষয়ে আশাবাদী সাহানা।

উল্লেখ্য, চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেয়। ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক নারীর স্বামীর পুলিশের চাকরিতে যোগদান করার পথের যাত্রাই ছবিটির প্রেক্ষাপট। অস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ মার্চ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]