শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহরুখ, অজয়, টাইগারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

  |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত

শাহরুখ, অজয়, টাইগারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

শাহরুখ, অজয়, টাইগারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

এবার আইনি জটে পড়লেন বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফ। পান মশলার বিজ্ঞাপনের দাবি বিভ্রান্তিকর — এই অভিযোগেই বলিউডের তিন তারকা শাহরুখ, অজয় ও টাইগারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে জয়পুর জেলা কনজিউমার ডিসপিউট রিড্রেসাল ফোরাম। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন নায়ককে।

আগামী ১৯ মার্চ তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তার বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ রুপি, সেখানে মাত্র ৫ রুপির পান মশলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ধরনের পান মশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রেটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

এটাই প্রথম নয় — এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে বিস্তর। এমনকি এই বিতর্কের কারণে আগেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিশের চাপে বলিউডের তিন জনপ্রিয় তারকা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]