
| শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | 54 বার পঠিত
জুলাইয়ে মুক্তি পাবে সান অব সর্দার টু
অজয় দেবগন অভিনীত সিনেমা ‘সান অব সর্দার’। অশ্বিনী ধীর পরিচালিত সিনেমাটি মূলত দক্ষিণী সিনেমা মারিয়াদা রামান্নার রিমেক। তবে দর্শক পছন্দ করেছিল সিনেমাটি। এবার আসছে সান অব সর্দার টু। অফিশিয়ালি এর নাম ‘দ্য রিটার্ন অব সান অব সর্দার’। বৃহস্পতিবার জানানো হলো সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ জুলাই। এবার অজয়ের বিপরীতে থাকছেন মৃণাল ঠাকুর।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam