বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক বাজারে ১০ বছরে সর্বোচ্চে প্লাটিনামের দাম

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   37 বার পঠিত

আন্তর্জাতিক বাজারে ১০ বছরে সর্বোচ্চে প্লাটিনামের দাম

আন্তর্জাতিক বাজারে ১০ বছরে সর্বোচ্চে প্লাটিনামের দাম

বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে উত্তেজনা, ভূরাজনৈতিক ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রমে চাহিদা বাড়ছে মূল্যবান ধাতুর। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধির কারণে বিকল্প ধাতুগুলোয় বিনিয়োগ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এর প্রভাবে গত শুক্রবার প্লাটিনামের দাম আউন্সপ্রতি ১ হাজার ৩৫২ ডলারে পৌঁছে, যা গত ১০ বছরের সর্বোচ্চ। এটি ২০১৪ সালের সেপ্টেম্বরের পর প্লাটিনামের সর্বোচ্চ দাম। যদিও পরবর্তী সময়ে দাম আবার কিছুটা কমে আউন্সপ্রতি ১ হাজার ২৯০ ডলারে স্থির হয়। খবর আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্রের অটো শিল্পকে রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন শুল্ক আরোপ করছেন। এ কারণে প্লাটিনাম ও প্যালাডিয়ামের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কারণ এ দুটি ধাতু ইঞ্জিনচালিত গাড়ি তৈরিতে অপরিহার্য উপকরণ। চলতি বছরে এখন পর্যন্ত প্লাটিনামের দাম ৪৩ শতাংশ বেড়েছে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্লাটিনামের বাজারদর ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম আরেক কারণ প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলোন মাস্কের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য বিরোধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দ্বন্দ্বের পর বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) প্রণোদনা হয়তো কমিয়ে আনা বা বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে প্লাটিনামনির্ভর পেট্রলচালিত গাড়ির ব্যবহার বাড়বে। প্রসঙ্গত, গাড়ির ক্যাটালিটিক কনভার্টারে প্লাটিনাম ব্যবহার হয়।

এদিকে গহনা খাতে চাহিদা বাড়তে থাকায় এপ্রিলে চীনে প্লাটিনাম আমদানি ব্যাপক হারে বেড়েছে। ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিলের এশিয়া-প্যাসিফিক প্রধান ওয়েবিন ডেং এক বিবৃতিতে বলেন, ‘‌স্বর্ণের তুলনায় প্লাটিনামের সাশ্রয়ী মূল্য এর চাহিদা বৃদ্ধির বড় কারণ।’

তিনি জানান, এ বছর ইউরোপে প্লাটিনামের গহনার চাহিদা ৭ ও উত্তর আমেরিকায় ৮ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

স্বর্ণের উচ্চমূল্যের কারণে রুপার বিনিয়োগ চাহিদাও উল্লেখযোগ্য হারে বাড়ছে, যার প্রভাব পড়ছে দামে। এ বিষয়ে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমকেএস প্যাম্পের স্ট্র্যাটেজিস্ট নিকি শিলস বলেন, ‘‌ইসরায়েল-ইরানের মধ্যে সংঘাত আরো তীব্র হলে পারমাণবিক বিপর্যয় বা বৃহৎ যুদ্ধের ঝুঁকি রুপার চাহিদাকে আরো তীব্র করে তুলতে পারে।’

বাজার পর্যবেক্ষকদের মতে, স্বর্ণের রেকর্ড দামের কারণে অনেক বিনিয়োগকারী বিকল্প নিরাপদ সম্পদ হিসেবে রুপার দিকেই ঝুঁকছেন। এতে ধাতুটির বাজারে চাহিদা ও বিনিয়োগ উভয়ই বাড়ছে। সামনের দিনগুলোয় এতে আরো ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]