বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চীনে মজুদ কমায় আকরিক লোহার দাম বেড়েছে

  |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

চীনে মজুদ কমায় আকরিক লোহার দাম বেড়েছে

চীনে মজুদ কমায় আকরিক লোহার দাম বেড়েছে

চীনের বন্দর ও বাজারে আকরিক লোহা ও প্রস্তুত ইস্পাতের মজুদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বেড়েছে। এ অবস্থায় তাইওয়ানের অ্যান্টি-ডাম্পিং শুল্কের প্রভাবও মূল্য বৃদ্ধিকে থামাতে পারেনি বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে টনপ্রতি ৭১৫ দশমিক ৫ ইউয়ানে (৯৯ ডলার ৭৮ সেন্ট) দাঁড়িয়েছে। পুরো সপ্তাহে এ দাম ৪ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে ৯৪ ডলার ৪০ সেন্টে। সাপ্তাহিক হিসাবে এ বাজারে দাম বেড়েছে ১ দশমিক শূন্য ১ শতাংশ।

বাজার পর্যবেক্ষক প্রতিষ্ঠান স্টিলহোম জানিয়েছে, চীনের প্রধান বন্দরগুলোয় আকরিক লোহার মজুদ এক সপ্তাহের ব্যবধানে দশমিক ৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৬ লাখ টনে। এছাড়া মাইস্টিলের তথ্য অনুযায়ী, চীনা ব্যবসায়ীদের গুদামে থাকা প্রস্তুত বা প্রক্রিয়াজাত ইস্পাতের মজুদ টানা সপ্তম সপ্তাহে কমেছে। তবে মজুদ কমার হার কিছুটা কমে এসেছে। যার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে—দেশটির কিছু ইস্পাত কারখানায় উৎপাদন বেড়েছে। এতে বাজারে সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে, ফলে ডলারের বিনিময় হার কমে গেছে। ডলারের বিনিময় হার কমে যাওয়ায় অন্যান্য দেশের মুদ্রায় কেনাকাটা করা ব্যবসায়ীদের জন্য ডলারে নির্ধারিত পণ্য—যেমন আকরিক লোহা আরো সস্তা হয়েছে। এতে এসব পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক মুদ্রাবাজারের পরিবর্তন। ফলে আকরিক লোহার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]