
| সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
শিশুদের জন্য ‘বেবি গ্রোক’ আনার ঘোষণা মাস্কের
কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট নিয়ে বিতর্ক তৈরির পর এবার শিশুদের জন্য একটি নতুন এআই অ্যাপ আনছেন ইলোন মাস্ক। ‘বেবি গ্রোক’ নামের এ অ্যাপ শিশুদের জন্য নিরাপদ এবং বয়সোপযোগী ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে। তবে এ অ্যাপ কবে আসবে বা কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইলোন মাস্কের কোম্পানি এক্সএআই তৈরি করেছে গ্রোক নামের একটি এআই চ্যাটবট। সম্প্রতি এর সঙ্গে যুক্ত করা হয়েছে তিনটি ভার্চুয়াল এআই সহকারী—আনি, রুডি ও ভ্যালেন্টাইন। এসব চরিত্র এরই মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
এসব এআই চরিত্রের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ ও অভিভাবকরা। অনেকেই বলছেন, বিনোদন আর দায়িত্বশীল এআই ডিজাইনের মধ্যকার সীমা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে।
এমন পরিস্থিতিতে বেবি গ্রোক আনার ঘোষণা অনেকটা ক্ষতি নিয়ন্ত্রণ বা ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টার অংশ বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে গ্রোক শুধু এআই চরিত্রের কারণেই নয়, কনটেন্টের জন্য আগেও বিতর্কে পড়েছে।
এক সময় এ চ্যাটবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৌতুকের ছলে ‘হিন্দি স্ল্যাং’ ব্যবহার করে। পরে এটি আরো বিতর্কিত মন্তব্য করতে শুরু করে। সম্প্রতি গ্রোক এমন কিছু মন্তব্য করে যেগুলোয় ইহুদিবিদ্বেষী, ষড়যন্ত্রতত্ত্ব ও হিটলারকে প্রশংসা করার মতো বক্তব্য ছিল। এসব বিষয় নিয়ে তীব্র সমালোচনার পর কোম্পানিটি জানিয়েছে, তারা গ্রোকের নিয়মকানুন আপডেট করেছে।
তবে এ পরিবর্তনগুলো ব্যবহারকারীদের আস্থা ফেরাতে কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। গ্রোকের বিতর্ক পেরিয়ে বেবি গ্রোক আসলেই শিশুদের জন্য নিরাপদ কোনো ডিজিটাল সহকারী হবে কিনা, তা সময়ই বলে দেবে।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam