বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে ফারইস্ট ইন্সুরেন্সের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

  |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   32 বার পঠিত

সিলেটে ফারইস্ট ইন্সুরেন্সের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

সিলেটে ফারইস্ট ইন্সুরেন্সের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিলেট শাখার বিরুদ্ধে বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের অভিযোগে সিলেটে মামলা হয়েছে। মামলায় ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. এখলাছুর রহমান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে আসামী করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা মো. কামিল উদ্দিন যিনি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কোম্পানির বিনিয়োগকারী ছিলেন।

মামলার নথি অনুযায়ী বাদী কামিল উদ্দিন ২০১৯ সালের ১ মার্চ থেকে ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মোট ১৩ লাখ ৬৮ হাজার ৩৬১ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগের বিপরীতে আসামিরা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে লাভ ও মূলধন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিনিয়োগের অর্থ ফেরত দেননি এবং বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেছেন। বাদীর একাধিকবার দাবি সত্ত্বেও আসামিরা মূল অর্থ ও মুনাফা প্রদান না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

বাদীর অভিযোগ, কোম্পানির কর্মকর্তারা প্রাথমিকভাবে মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ নিতে সক্ষম হন এবং কিস্তি ও চেকের মাধ্যমে অর্থ লেনদেন করেন। কিন্তু নির্ধারিত তারিখে অর্থ ফেরতের সময় আসলে তারা ইচ্ছাকৃতভাবে অর্থ ফেরত দিতে গড়িমসি করেন। এমনকি বাদীর কাছে থাকা বিনিয়োগের প্রমাণপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য প্রদান করেন এবং লভ্যাংশ ও মুনাফা ফেরতের পরিবর্তে উল্টা প্রাণনাশের হুমকি দেন।
বাদী প্রথমে কোম্পানি কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে অর্থ ফেরতের দাবি জানান। কিন্তু সন্তোষজনক সমাধান না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ বিষয়ে সিলেট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. এখলাছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমি তো নতুন এসেছি। কোম্পানির অর্থ সঙ্কটের কারণে গ্রাহকের অর্থ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না এটা সত্য। তবে কাউকে আমরা প্রাণনাশের হুমকি দেইনি। আমরা সময় চেয়েছি টাকা ফেরত দেওয়ার জন্য।’ সিলেট কোর্টে মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]