বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিছিয়ে আছে ওয়ার টু

  |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   27 বার পঠিত

পিছিয়ে আছে ওয়ার টু

পিছিয়ে আছে ওয়ার টু

আজ মুক্তি পাচ্ছে ওয়ার টু। বলিউডের এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা এটি। কিন্তু সিনেমাটি নিয়ে শুরুর দিকে যে রকম আলোচনা ছিল, টিকিট বিক্রিতে তার প্রভাব দেখা যাচ্ছে না। গতকালের হিসাব অনুসারে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে বোঝা যাচ্ছে, বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করবে ১৮ কোটি রুপির কিছু বেশি। এর মধ্যে সাড়ে ৮ কোটি রুপির মতো আসবে ব্লক বুকিং থেকে। এছাড়া হিন্দিভাষী অঞ্চল থেকে আসবে আরো ৬ কোটি রুপি। টুডি, আইম্যাক্স টুডি, ফোরডিএক্স, আইসিই ও ডলবি সিনে ফরম্যাটে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সে হিসেবে আয় আরো বেশি হওয়ার কথা। তবে হচ্ছে না।

হিন্দিভাষী অঞ্চলের বাইরে ওয়ার টু খুব একটা সাড়া ফেলতে পারেনি। এর অন্যতম কারণ হলো একই দিনে মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত কুলি। লোকেশ কনগরাজ পরিচালিত সিনেমাটি নিয়ে পুরো ভারতই আগ্রহী। এছাড়া তামিলভাষী অঞ্চলে সিনেমাটির টিকিট বিক্রির পরিমাণ বেশি। ধারণা করা হচ্ছে, ওপেনিংয়ে ভারত থেকে কুলি আয় করবে ৫০ কোটি ডলার।

এদিকে হায়দরাবাদ ও তেলেঙ্গানায় ওয়ার টুর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাজ্য সরকারের অনুমতি মেলে আরো পরে। স্বাভাবিকভাবেই দুইদিনে যথেষ্ট সাড়া পাওয়া সম্ভব না। তবে সাচনিল্ক জানাচ্ছে, বিক্রি শুরুর পর প্রতি ঘণ্টায় ২০ হাজার করে টিকিট বিক্রি হয়েছে। গতকালের তথ্য অনুসারে তেলেগু সংস্করণ থেকে সিনেমাটি সাড়ে ৩ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে। তবে তামিল সংস্করণে আয় হয়েছে মাত্র ১০ লাখ রুপি।

সাধারণত বলিউড সিনেমা ভারতের বাইরে থেকেও ভালো আয় করে। ওয়ার টুর ক্ষেত্রেও সে রকমই হওয়ার কথা। তবে সিনেমাটি এখানেও পিছিয়ে আছে। রজনীকান্ত-লোকেশের কুলি ভারতের বাইরে থেকে এরই মধ্যে অগ্রিম টিকিট থেকে আয় করেছে ৭৫ কোটি রুপি। ওয়ার টু আয় করতে পারে ৫০ কোটি।

ওয়ার টু পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ারের সিকুয়াল। এতে অভিনয় করছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, আশুতোষ রানা ও কিয়ারা আদভানি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ার ওপেনিংয়ে আয় করেছিল ৫৩ কোটি ৩৫ লাখ রুপি। সে হিসাবে ওয়ার টু এর অর্ধেক আয় নিয়ে যাত্রা করছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]