
| রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
ম্যাডকের হাত ধরে কি তবে হরর-কমেডি জগতে আসছেন রণবীর?
২০১৮ সালে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ সিনেমাটি আকাশচুম্বী সাফল্য এনে দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসকে। এর মধ্য দিয়েই বলিউডে হরর-কমেডি ঘরানার ‘সিনেমাটিক ইউনিভার্স’-এর ভিত্তি স্থাপন করে প্রতিষ্ঠানটি। এরপর একে একে তাদের সিনেমার জগতে নাম লেখান অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, পঙ্কজ ত্রিপাঠির মতো নামকরা অভিনেতারা। সূত্র বলছে, এ তারকাদের সঙ্গে ম্যাডকের সিনেমার জগতে নাম লেখাতে পারেন রণবীর সিংও।
এখনো পর্যন্ত রণবীর সিং কিংবা ম্যাডক ফিল্মস—কেউই এ তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে রণবীরকে হরর-কমেডি ঘরানায় দেখতে পাওয়ার সম্ভাবনাই ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি হতে যাচ্ছে তার প্রথম হরর-কমেডি প্রজেক্ট। অন্যদিকে রণবীরকে অনেক দিন ধরেই পূর্ণদৈর্ঘ্য কোনো চরিত্রে দেখা যায়নি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (২০২৩)।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam